ঘরে পুরাতন জিনিস পরিবর্তনের মাধ্যমে নতুন জিনিসপত্র ঘরে সাজানোর কাজে ব্যবহার করতে পারেন নতুনত্ব পাবে।
ঘরে কম খরচে মাধ্যমে সহজে ঘর সাজাতে পারবেন যেমন পুরাতন সোফা, বিশ্রামে জায়গা, সিরিজ দেখার খাঁটি, এমনকি অনেক সময় খাবার টেবিল।
অতিরিক্ত ব্যবহারে ঘরটি হয়ে পড়ে পুরাতন ও আকর্ষণীয়। তাই মাঝে মাঝে কিছু ছোটখাটো পরিবর্তন এনে বাসা ঘরে নতুনত্ব আনা দরকার।
তবে অল্প খরচ বুদ্ধি খাটিয়ে আর কিছু সহজ উপায় ঘরে আনা যায় নতুন প্রাণ।
প্রথমে আপনি আপনার ঘরটিকে সুন্দরভাবে বিশ্লেষণ করে নিবেন। কি কি প্রয়োজন হবে তা ভালোভাবে নোট করে নিবেন কি কি সমস্যা আছে? কি কি বিরক্তি লাগছে? তা ভালোভাবে যাচাই করে নিবেন। (কম খরচে বাসা সাজানো উপায়)
আপনি ধারণা করে নিতে পারেন
১. আসবারে অবস্থান পাল্টান
২. নতুন রংয়ের দেয়াল সাজান
৩. পুরনো সোফা আবার নতুন করেন
৪. মেঝেতে নতুন কার্পেট বিছানো
৫. নতুন করে কুশন বা পর্দা লাগন
আর প্রয়োজনীয় কোন জিনিস থাকে তা ছিড়ে ফেলে দিন।